খামার গড়ে ভাগ্য পাল্টানো যায়

কৃষি এবং তার সহযোগী ক্ষেত্রগুলি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমাদের লক্ষ্য। এই তথ্যগুলি দিয়েছেন এই বিভাগের সঙ্গে যুক্ত স্বেচ্ছাসেবীরা। আমাদের মতোই বিকাশপিডিয়ার এই মঞ্চের আপনিও সমান অংশীদার। তাই আপনিও আপনার মতামত দিন, অভিজ্ঞতা জানান, নির্দিষ্ট আলোচনায় যোগ দিন। যে তথ্যগুলি দেওয়া রয়েছে সেগুলি দিয়ে নিজেকে ঋদ্ধ করুন এবং অন্যদের কাছে আপনার জ্ঞান পৌঁছে দিন।

কৃষি উপাদান

বীজ, সার, কীটনাশক সহ বিভিন্ন জিনিস তৈরি ও ব্যবহার নিয়ে এখানে আলোচনা করা হয়েছে।

শস্য উৎপাদন

এই বিভাগে শস্য উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ তথ্য --- আধুনিক প্রযুক্তি, যন্ত্রপাতি, উৎপাদন প্রক্রিয়া, আবহাওয়া ও বিপণন সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছে।

কৃষিভিত্তিক উদ্যোগ

বিভিন্ন কৃষিভিত্তিক উদ্যোগের কথা এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

পশুপালন

গরু, মোষ, ভেড়া, ছাগল, খরগোশ, শুয়োরের বাণিজ্যিক উৎপাদন নিয়ে আলোচনা করা হয়েছে এই বিভাগে।

মৎস্যচাষ

মাছ চাষের নানা দিক এখানে উল্লেখ করা হয়েছে, তার মধ্যে যেমন আছে ভেড়ি ও পুকুরে মাছ চাষ, তেমনই আছে চিংড়ি চাষ, মুক্তো চাষ, বাহারি মাছ চাষ, অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্য এবং মাছ চাষের যন্ত্রপাতি সংক্রান্ত বিষয়।

পোলট্রি

বাণিজ্যিক ভাবে বিভিন্ন পাখি উৎপাদন ও প্রতিপালন বিষয়ে এখানে বিস্তারিত বলা হয়েছে।

কৃষি বিমা

কৃষি এবং সহযোগী ক্ষেত্রের জন্য তৈরি বিভিন্ন বিমা প্রকল্পের নানা দিক, যেমন প্রিমিয়াম, কোন ক্ষেত্রগুলি ওই প্রকল্পের আওতাধীন, বিমার টাকা পেতে হলে কী করতে হবে ইত্যাদি বিষয়ে এখানে তথ্য দেওয়া হয়েছে।

কৃষি বিপণন

এখানে ফসল বিপণন সংক্রান্ত নানা তথ্য ও খবরাখবর থাকছে।

জীব বৈচিত্র্য

এই বিভাগে জীব বৈচিত্র্য সংক্রান্ত বিভিন্ন প্রসঙ্গ নিয়ে এখানে আলোচনা, খবরাখবর, মতামত ইত্যাদি থাকছে।

কৃষি-চর্চা

কৃষি এবং সহযোগী ক্ষেত্র নিয়ে চর্চা করার এটি একটি মঞ্চ।

Comments