বীজ

বীজ

বীজ পরিচর্যা 
বীজ পরিচর্যার প্রয়োজনীয়তা এবং বিভিন্ন শস্যের বীজ পরিচর্যার পদ্ধতি এখানে আলোচনা করা হয়েছে
বীজের শংসাপত্র 
বীজের পরীক্ষা কি ভভে হয়ে তা জানানো হয়েছে এখানে।
ধান 
এটি একবীজপত্রী তৃণ জাতীয় উদ্ভিদ। মূলত গ্রীষ্মপ্রধান এবং অবগ্রীষ্মমণ্ডলে ধানের চাষ হয়। প্রজাতি ভেদে ধান গাছ লম্বায় দুই থেকে দশ-বার ফুট দীর্ঘ হয়।
ধানের বীজ গজানো, বীজতলা তৈরি, বীজ বপন, চারা উৎপাদন ও রোপণের আদর্শ পদ্ধতি 
বিশুদ্ধ, পুষ্ট, রোগ-পোকামাকড় মুক্ত সঠিক জাতের ধান-বীজ উৎপাদন অত্যন্ত শ্রম-সাধ্য ও ব্যায়-সাপেক্ষ হলেও, এ ধরণের বীজ ব্যবহারে ধানের ফলন ১০-২০% বৃদ্ধি হতে পারে।
আধুনিক বোরো ধানের চাষ 
বোরো ধানের চাষ


Comments