কৃষি উপাদান

কৃষি উপাদান

বীজ 
কোন কোন উন্নত মানের বীজ বাজারে পাওয়া যায় এবং বীজ পরিচর্যার বিভিন্ন পদ্ধতির বিস্তৃত বিবরণ এখানে দেওযা হয়েছে
জৈব উপাদান 
বিভিন্ন মিশ্রসার, জৈব সার এবং পরিবেশবান্ধব উপাদানের প্রস্তুতি ও ব্যবহার সম্পর্কে এখানে বিশদে বলা হয়েছে।
অজৈব উপাদান 
ফসল উৎপাদনে বিভিন্ন অজৈব উপাদানের প্রয়োগ সংক্রান্ত বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে।
উদ্ভিদের পুষ্টি 
কোন কোন পদার্থ কী ভাবে উদ্ভিদের পুষ্টি বাড়ায় তা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে।

Comments