স্প্রে-র দ্রবণ ব্যবহারের সময়স্প্রে-র দ্রবণ ব্যবহারের সময়
কী করবেন
|
কী করবেন না
|
শুধুমাত্র যেমন বলা আছে ততটা মাত্রায় এবং সেই অনুপাতে দ্রবণ ব্যবহার করুন
|
যেমন বলা আছে তার চেয়ে বেশি মাত্রায় এবং ঘন কীটনাশক দ্রবণ ব্যবহার করবেন না
|
ঠান্ডা এবং শান্ত দিনেই স্প্রে করুন
|
প্রবল গরম এবং ঝোড়ো বাতাস বইছে এমন দিনে স্প্রে করবেন না।
|
সাধারণ ভাবে সূর্যালোকিত দিনেই স্প্রে করুন
|
বৃষ্টির ঠিক আগে এবং বৃষ্টি হয়ে যাওয়ার পরেই স্প্রে করবেন না
|
প্রতিটি স্প্রে-র ক্ষেত্রে নির্দিষ্ট স্প্রেয়ার ব্যবহার করুন
|
ব্যাটারিচালিত ইউএলভি স্প্রেয়ার-এর সাহায্যে ঘন দ্রবণ ব্যবহার করবেন না
|
যে দিকে বাতাস বইছে, সে দিকেই স্প্রে করুন
|
বাতাসের গতির বিপরীত দিকে স্প্রে করবেন না
|
স্প্রে হয়ে যাওয়ার পর স্প্রেয়ার ও ঝুড়ি পরিষ্কার জল ও সাবান দিয়ে পরিষ্কার করুন
|
ভালমতো পরিষ্কার করলেও কীটনাশক মেশানোর জন্য ব্যবহৃত পাত্র ও ঝুড়ি ঘরের অন্য কোনও কাজে ব্যবহার করবেন না
|
স্প্রে হয়ে যাওয়ার অব্যবহিত পরে পশু বা কর্মীরা যেন ক্ষেতে না ঢোকে তা লক্ষ রাখুন
|
কীটনাশক ব্যবহারের অব্যবহিত পরেই সুরক্ষা পোশাক না পরে ক্ষেতে ঢুকবেন না
|