স্প্রে দ্রবণ ব্যবহারে সতর্কতা

কীটনাশক

স্প্রে-র দ্রবণ ব্যবহারের সময়স্প্রে-র দ্রবণ ব্যবহারের সময়

কী করবেন
কী করবেন না
শুধুমাত্র যেমন বলা আছে ততটা মাত্রায় এবং সেই অনুপাতে দ্রবণ ব্যবহার করুন
যেমন বলা আছে তার চেয়ে বেশি মাত্রায় এবং ঘন কীটনাশক দ্রবণ ব্যবহার করবেন না
ঠান্ডা এবং শান্ত দিনেই স্প্রে করুন
প্রবল গরম এবং ঝোড়ো বাতাস বইছে এমন দিনে স্প্রে করবেন না।
সাধারণ ভাবে সূর্যালোকিত দিনেই স্প্রে করুন
বৃষ্টির ঠিক আগে এবং বৃষ্টি হয়ে যাওয়ার পরেই স্প্রে করবেন না
প্রতিটি স্প্রে-র ক্ষেত্রে নির্দিষ্ট স্প্রেয়ার ব্যবহার করুন
ব্যাটারিচালিত ইউএলভি স্প্রেয়ার-এর সাহায্যে ঘন দ্রবণ ব্যবহার করবেন না
যে দিকে বাতাস বইছেসে দিকেই স্প্রে করুন
বাতাসের গতির বিপরীত দিকে স্প্রে করবেন না
স্প্রে হয়ে যাওয়ার পর স্প্রেয়ার ও ঝুড়ি পরিষ্কার জল ও সাবান দিয়ে পরিষ্কার করুন
ভালমতো পরিষ্কার করলেও কীটনাশক মেশানোর জন্য ব্যবহৃত পাত্র ও ঝুড়ি ঘরের অন্য কোনও কাজে ব্যবহার করবেন না
স্প্রে হয়ে যাওয়ার অব্যবহিত পরে পশু বা কর্মীরা যেন ক্ষেতে না ঢোকে তা লক্ষ রাখুন
কীটনাশক ব্যবহারের অব্যবহিত পরেই সুরক্ষা পোশাক না পরে ক্ষেতে ঢুকবেন না