কী করবেন
|
কী করবেন না
|
বৈধ লাইসেন্সধারী রেজিস্টার্ড কীটনাশক বিক্রেতার থেকেই কেবল কীটনাশক/ জৈব কীটনাশক কিনবেন
|
ফুটপাথ থেকে কিংবা লাইসেন্সবিহীন বিক্রেতার থেকে কীটনাশক কিনবেন না
|
নির্দিষ্ট এলাকায় এক বার ব্যবহার করতে যতটা কীটনাশক লাগে ততটাই কিনবেন
|
গোটা মরশুমের জন্য একসঙ্গে বিপুল পরিমাণ কীটনাশক কিনবেন না
|
কীটনাশকের পাত্র বা প্যাকেটে অনুমোদিত লেবেল দেখে নেবেন
|
পাত্রে অনুমোদিত লেবেল ছাড়া কীটনাশক কিনবেন না
|
কেনার আগে ব্যাচ নং, রেজিস্ট্রেশন নং, তৈরি হওয়ার তারিখ, মেয়াদ শেষের তারিখ দেখে নেবেন
|
ব্যবহার করার মেয়াদ পেরিয়ে যাওয়া কীটনাশক কিনবেন না
|
ভালভাবে সিল করা পাত্র দেখে কীটনাশক কিনুন
|
কীটনাশকের পাত্রে যদি সিল না থাকে, আলগা থাকে বা চুঁইয়ে পড়ে তা হলে সেই কীটনাশক কিনবেন না
|
যথাযথ বিল নিয়ে কীটনাশক কিনুন। বিলে যেন ব্যাচ নং, তৈরি হওয়ার তারিখ, মেয়াদ শেষের তারিখ দেওয়া থাকে
|
বিল ছাড়া কখনও কিনবেন না
|