কীটনাশক নিয়ে সতর্কতা

কীটনাশক নিয়ে সতর্কতা

কেনার সময় সতর্কতা 
কীটনাশক কেনার সময় কিছু নিরাপত্তাবিধি মেনে চলতে হয়। সে সব এখানে সে সব ব্যাখ্যা করা হয়েছে
মজুত ও ব্যবহারে সতর্কতা 
কীটনাশক মজুত করা ও ব্যবহারের সময় বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। এখানে সে সম্পর্কে আলোচনা রয়েছে।
স্প্রে দ্রবণ প্রস্তুতিতে সতর্কতা 
স্প্রে-র দ্রবণ তৈরি করার সময় যে সব সতর্কতা নেওয়া দরকার তা এখানে আলোচনা করা হয়েছে।
স্প্রে দ্রবণ ব্যবহারে সতর্কতা 
স্প্রে-র দ্রবণ ব্যবহারের সময়েও বেশ কিছু সতর্কতা নেওয়া দরকার। এখানে সে বিষয়ে আলোচনা রয়েছে।
স্প্রে-র পর সতর্কতা 
স্প্রে করার পরেও সতর্কতা সংক্রান্ত কিছু বিধি মেনে চলতে হয়। সে সব এখানে জানানো হয়েছে।

কেনার সময় সতর্কতা

কী করবেন
কী করবেন না
বৈধ লাইসেন্সধারী রেজিস্টার্ড কীটনাশক বিক্রেতার থেকেই কেবল কীটনাশকজৈব কীটনাশক কিনবেন
ফুটপাথ থেকে কিংবা লাইসেন্সবিহীন বিক্রেতার থেকে কীটনাশক কিনবেন না
নির্দিষ্ট এলাকায় এক বার ব্যবহার করতে যতটা কীটনাশক লাগে ততটাই কিনবেন
গোটা মরশুমের জন্য একসঙ্গে বিপুল পরিমাণ কীটনাশক কিনবেন না
কীটনাশকের পাত্র বা প্যাকেটে অনুমোদিত লেবেল দেখে নেবেন
পাত্রে অনুমোদিত লেবেল ছাড়া কীটনাশক কিনবেন না
কেনার আগে ব্যাচ নংরেজিস্ট্রেশন নংতৈরি হওয়ার তারিখমেয়াদ শেষের তারিখ দেখে নেবেন
ব্যবহার করার মেয়াদ পেরিয়ে যাওয়া কীটনাশক কিনবেন না
ভালভাবে সিল করা পাত্র দেখে কীটনাশক কিনুন
কীটনাশকের পাত্রে যদি সিল না থাকেআলগা থাকে বা চুঁইয়ে পড়ে তা হলে সেই কীটনাশক কিনবেন না
যথাযথ বিল নিয়ে কীটনাশক কিনুন। বিলে যেন ব্যাচ নংতৈরি হওয়ার তারিখমেয়াদ শেষের তারিখ দেওয়া থাকে
বিল ছাড়া কখনও কিনবেন না