ছোবড়া সারের ব্যবহার

সারের প্রয়োগমাত্রা 

কত সার ব্যবহার করা উচিত তা এখানে বলা হয়েছে।
ব্যবহারের সীমাবদ্ধতা 
ছোবড়া সার ব্যবহারে কিছু সীমাবদ্ধতাও আছে।


সারের প্রয়োগমাত্রা

প্রতি হেক্টর জমিতে ৫ টন ছোবড়া সার ব্যবহার করা দরকার।
বীজ রোপণের আগে মাটির তলায় ছোবড়া সার ব্যবহার করতে হবে।
পলিথিনের ব্যাগে বা টবে গাছ লাগাতে হলে মাটির সঙ্গে ২০ শতাংশ ছোবড়া সার মিশিয়ে পলিথিন ব্যাগ বা টবে ভরা উচিত।
নারকেল, আম, কলা বা অন্যান্য ফল গাছে সার দিতে হলে, অন্তত ৫ কিলো ছোবড়া সার দিতে হবে।

ব্যবহারের সীমাবদ্ধতা


ছোবড়া সার কিনে বড় ক্ষেতে ব্যবহার করা খুব একটা লাভজনক নয়। ছোবড়া সার নিজের খামারে তৈরিই সুবিধাজনক।
ছোবড়া সার কেনার আগে বুঝে নেওয়া দরকার, পুরো উপাদানটি কমপোস্টে পরিণত হয়েছে কি না। সারের সঙ্গে গুণাগুণ নির্দেশক শংসাপত্র অবশ্যই থাকতে হবে।
যদি অপরিণত সার ব্যবহার করা হয়, তা হলে মাটিতে প্রবেশের পরেও এটির পচন চলতে থাকবে, ফলে মাটির পুষ্টিবিধায়ক পদার্থ কমে যাবে। এতে ফসলের ক্ষতি হবে।
সূত্র : Centre for Soil and Crop Management Studies, Tamil Nadu Agricultural University, Coimbatore

Comments