- স্প্রে-র দ্রবণ প্রস্তুতির সময়
- যন্ত্রপাতি নির্বাচন
স্প্রে-র দ্রবণ প্রস্তুতির সময়
কী করবেন
|
কী করবেন না
|
স্প্রে-র পাত্রে ঢালার সময় কীটনাশক যাতে না চুঁইয়ে পড়ে তা লক্ষ রাখুন
| |
যতটা বলা আছে ততটাই প্রয়োগ করুন
| |
এমন কিছু করবেন না, যাতে আপনার স্বাস্থ্যের ক্ষতি হয়
| |
সর্বদা পরিষ্কার জল ব্যবহার করুন
|
কখনও কাদাজল বা বদ্ধ জলাশয়ের জল ব্যবহার করবেন না
|
গোটা শরীরের সুরক্ষার জন্য প্রয়োজনীয় পোশাক ব্যবহার করুন, যেমন,গ্লাভস, মুখোশ, টুপি, অ্যাপ্রন, ফুল প্যান্ট
|
সুরক্ষা পোশাক না পরে স্প্রে-র দ্রবণ তৈরি করবেন না
|
স্প্রে থেকে ছিটকে আসা দ্রবণ থেকে সর্বদা আপনার নাক, চোখ, কান,হাত ইত্যাদি রক্ষা করুন
|
কীটনাশক বা এর দ্রবণের কোনও অংশ যেন শরীরের কোথাও না পড়ে
|
কীটনাশক ব্যবহারের আগে পাত্রে লেখা নির্দেশাবলী মন দিয়ে পড়ুন
|
পাত্রের গায়ে লেখা নির্দেশাবলী পড়ার বিষয়টা কখনও অবহেলা করবেন না
|
যতটা প্রয়োজন, ততটাই দ্রবণ প্রস্তুত করুন
|
ব্যবহৃত না হওয়া দ্রবণ তৈরি করার ২৪ ঘণ্টা পর আর ব্যবহার করবেন না
|
দানা কীটনাশক সেই অবস্থাতেই ব্যবহার করা উচিত
|
দানা কীটনাশক কখনও জলে মেশাবেন না
|
স্প্রে-র পাত্র কখনও শুঁকবেন না
| |
কখনও বেশি মাত্রায় কীটনাশক প্রয়োগ করবেন না, এতে গাছের স্বাস্থ্য এবং পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে
| |
কীটনাশক ছড়ানোর সময় কিছু খাবেন না, পান করবেন না, চেবাবেন না বা ধূমপান করবেন না
|
যন্ত্রপাতি নির্বাচন
কী করবেন
|
কী করবেন না
|
সঠিক যন্ত্র বাছাই করুন
|
লিক আছে এমন কিংবা খারাপ যন্ত্র ব্যবহার করবেন না
|
স্প্রেয়ার-এর মুখনলের মাপ যেন ঠিক হয়
|
খারাপ বা ব্যবহার করতে বারণ করা হয়, স্প্রেয়ার-এর এমন মুখনল ব্যবহার করবেন না। মুখনলে কখনও মুখ দিয়ে ফুঁ দেবেন না বা পরিষ্কার করবেন না। স্প্রেয়ার-এর সঙ্গে যে টুথব্রাশ বাঁধা আছে, সেটা কাজে লাগান
|
কীটনাশক ও আগাছানাশকের জন্য পৃথক স্প্রে যন্ত্র ব্যবহার করুন
|
কীটনাশক ও আগাছানাশকের জন্য একই স্প্রেয়ার ব্যবহার করবেন না
|