স্প্রে দ্রবণ প্রস্তুতিতে সতর্কতা

  1. স্প্রে-র দ্রবণ প্রস্তুতির সময়
  2. যন্ত্রপাতি নির্বাচন


স্প্রে-র দ্রবণ প্রস্তুতির সময়

কী করবেন
কী করবেন না

স্প্রে-র পাত্রে ঢালার সময় কীটনাশক যাতে না চুঁইয়ে পড়ে তা লক্ষ রাখুন

যতটা বলা আছে ততটাই প্রয়োগ করুন

এমন কিছু করবেন নাযাতে আপনার স্বাস্থ্যের ক্ষতি হয়
সর্বদা পরিষ্কার জল ব্যবহার করুন
কখনও কাদাজল বা বদ্ধ জলাশয়ের জল ব্যবহার করবেন না
গোটা শরীরের সুরক্ষার জন্য প্রয়োজনীয় পোশাক ব্যবহার করুনযেমন,গ্লাভসমুখোশটুপিঅ্যাপ্রনফুল প্যান্ট
সুরক্ষা পোশাক না পরে স্প্রে-র দ্রবণ তৈরি করবেন না
স্প্রে থেকে ছিটকে আসা দ্রবণ থেকে সর্বদা আপনার নাকচোখকান,হাত ইত্যাদি রক্ষা করুন
কীটনাশক বা এর দ্রবণের কোনও অংশ যেন শরীরের কোথাও না পড়ে
কীটনাশক ব্যবহারের আগে পাত্রে লেখা নির্দেশাবলী মন দিয়ে পড়ুন
পাত্রের গায়ে লেখা নির্দেশাবলী পড়ার বিষয়টা কখনও অবহেলা করবেন না
যতটা প্রয়োজনততটাই দ্রবণ প্রস্তুত করুন
ব্যবহৃত না হওয়া দ্রবণ তৈরি করার ২৪ ঘণ্টা পর আর ব্যবহার করবেন না
দানা কীটনাশক সেই অবস্থাতেই ব্যবহার করা উচিত
দানা কীটনাশক কখনও জলে মেশাবেন না

স্প্রে-র পাত্র কখনও শুঁকবেন না

কখনও বেশি মাত্রায় কীটনাশক প্রয়োগ করবেন নাএতে গাছের স্বাস্থ্য এবং পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে

কীটনাশক ছড়ানোর সময় কিছু খাবেন নাপান করবেন নাচেবাবেন না বা ধূমপান করবেন না

যন্ত্রপাতি নির্বাচন



কী করবেন
কী করবেন না
সঠিক যন্ত্র বাছাই করুন
লিক আছে এমন কিংবা খারাপ যন্ত্র ব্যবহার করবেন না
স্প্রেয়ার-এর মুখনলের মাপ যেন ঠিক হয়
খারাপ বা ব্যবহার করতে বারণ করা হয়স্প্রেয়ার-এর এমন মুখনল ব্যবহার করবেন না। মুখনলে কখনও মুখ দিয়ে ফুঁ দেবেন না বা পরিষ্কার করবেন না। স্প্রেয়ার-এর সঙ্গে যে টুথব্রাশ বাঁধা আছেসেটা কাজে লাগান
কীটনাশক ও আগাছানাশকের জন্য পৃথক স্প্রে যন্ত্র ব্যবহার করুন
কীটনাশক ও আগাছানাশকের জন্য একই স্প্রেয়ার ব্যবহার করবেন না