মজুত ও ব্যবহারে সতর্কতা

 

মজুতের সময়



কী করবেন
কী করবেন না
বাড়ির চত্বরের বাইরে কীটনাশক মজুত করুন
বাড়ির চত্বরে কখনও কীটনাশক রাখবেন না
যে পাত্রে কীটনাশক কিনেছেনতাতেই রাখুন
মূল পাত্র থেকে কীটনাশক কখনও অন্য পাত্রে ঢালবেন না
কীটনাশক ও আগাছানাশক আলাদা জায়গায় রাখুন
কীটনাশক কখনও আগাছানাশকের সঙ্গে এক জায়গায় রাখবেন না
যেখানে কীটনাশক রাখা আছেসেখানে সতর্কতা জ্ঞাপক চিহ্ন দিয়ে রাখুন

শিশু এবং পালিত পশুদের থেকে দূরে রাখুন কীটনাশক
কীটনাশক রাখার জায়গায় কখনও বাচ্চাদের যেতে দেবেন না
যেখানে কীটনাশক রাখা আছেসে জায়গায় যেন সরাসরি সূর্যের আলো বা বৃষ্টির জল না যায়
সূর্যের আলো বা বৃষ্টির জল পৌঁছয়এমন জায়গায় কীটনাশক রাখবেন না

ব্যবহারের সময়

কী করবেন
কী করবেন না
এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময় কীটনাশক আলাদা রাখুন
খাদ্যপশুখাদ্য ও কীটনাশক কখনও একই সঙ্গে বহন করবেন না বা কোথাও নিয়ে যাবেন না
কোনও জায়গায় বিপুল পরিমাণ কীটনাশক এক সঙ্গে ব্যবহার করতে হলে সেখানে তা নিয়ে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা বজায় রাখুন
বিপুল পরিমাণ কীটনাশক কখনও মাথায়কাঁধে বা পিঠে করে নিয়ে যাবেন না