মজুতের সময়
কী করবেন
|
কী করবেন না
|
বাড়ির চত্বরের বাইরে কীটনাশক মজুত করুন
|
বাড়ির চত্বরে কখনও কীটনাশক রাখবেন না
|
যে পাত্রে কীটনাশক কিনেছেন, তাতেই রাখুন
|
মূল পাত্র থেকে কীটনাশক কখনও অন্য পাত্রে ঢালবেন না
|
কীটনাশক ও আগাছানাশক আলাদা জায়গায় রাখুন
|
কীটনাশক কখনও আগাছানাশকের সঙ্গে এক জায়গায় রাখবেন না
|
যেখানে কীটনাশক রাখা আছে, সেখানে সতর্কতা জ্ঞাপক চিহ্ন দিয়ে রাখুন
| |
শিশু এবং পালিত পশুদের থেকে দূরে রাখুন কীটনাশক
|
কীটনাশক রাখার জায়গায় কখনও বাচ্চাদের যেতে দেবেন না
|
যেখানে কীটনাশক রাখা আছে, সে জায়গায় যেন সরাসরি সূর্যের আলো বা বৃষ্টির জল না যায়
|
সূর্যের আলো বা বৃষ্টির জল পৌঁছয়, এমন জায়গায় কীটনাশক রাখবেন না
|
ব্যবহারের সময়
কী করবেন
|
কী করবেন না
|
এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময় কীটনাশক আলাদা রাখুন
|
খাদ্য, পশুখাদ্য ও কীটনাশক কখনও একই সঙ্গে বহন করবেন না বা কোথাও নিয়ে যাবেন না
|
কোনও জায়গায় বিপুল পরিমাণ কীটনাশক এক সঙ্গে ব্যবহার করতে হলে সেখানে তা নিয়ে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা বজায় রাখুন
|
বিপুল পরিমাণ কীটনাশক কখনও মাথায়, কাঁধে বা পিঠে করে নিয়ে যাবেন না
|